উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ২২): দোষ চায়ের না, দোষ মুখের


উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ২২): দোষ চায়ের না, দোষ মুখের

গ্রামবাংলার মজার হাসির গল্প। উল্টোপাড়ার চা-কাণ্ড সিরিজের পার্ট – ২২ পড়ুন। দোষ চায়ের না, দোষ মুখের – একেবারে খাঁটি কমেডি।

দোষ চায়ের না, দোষ মুখের : উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ২২)

ভুল চা?

এক দুপুর।
বাবলু চা বানাচ্ছে।
হঠাৎ তিনজন একসাথে অর্ডার দিল—

একজন বলল,
— “চিনি বেশি।”

আরেকজন,
— “চিনি একদম না।”

তৃতীয়জন,
— “আগের দিনের মতো।”

বাবলু মাথা নাড়ল,
— “আচ্ছা।”

😵 ভুলের শুরু

বাবলু তাড়াহুড়ো করে চা দিল।

যে চিনি বেশি বলেছিল—
সে মুখ কুঁচকে বলল,
— “এটা তো তিতা!”

যে চিনি না বলেছিল—
সে বলল,
— “এটা এত মিষ্টি কেন?”

তৃতীয়জন বলল,
— “এটা তো আমি চিনি না!”

😂 দোকানে তদন্ত

চেয়ারম্যান এসে বললেন,
— “কার চা কার হাতে গেছে?”

ডাক্তার বললেন,
— “এটা চা-ভিত্তিক বিভ্রান্তি!”

পুলিশ বলল,
— “কাপ বদল হয়েছে!”

টুনু বলল,
— “দাদা, চা লুকোচুরি খেলছে!”

🤯 সত্যি বেরোল

বাবলু শান্ত গলায় বলল,
— “এক মিনিট।”

তারপর সে বলল—

— “তিনটাই চা একই।
শুধু কাপ বদল হয়েছে!”

সবাই থেমে গেল।

একজন বলল,
— “তাহলে আমারটা?”

বাবলু বলল,
— “আপনি অন্যেরটা খাচ্ছেন!”

🤣 শেষ বিস্ফোরণ

সবাই হেসে ফেলল।

একজন বলল,
— “তাহলে দোষ চায়ের না!”

টুনু বলল,
— “দোষ কাপেরও না—
দোষ মুখের!”

চেয়ারম্যান হাসতে হাসতে বললেন,
— “এই দোকানে চা কম, শিক্ষা বেশি!”

উল্টোপাড়ার চা-কাণ্ড

🎯 উল্টোপাড়ার চা-কাণ্ড ☕

👉 সব গুলো পার্ট পড়ুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *