উল্টাপাড়ার চা-কাণ্ড (পার্ট – ৫): বিয়ের সম্বন্ধ ভাঙল চা খেয়ে


উল্টাপাড়ার চা-কাণ্ড (পার্ট – ৫): বিয়ের সম্বন্ধ ভাঙল চা খেয়ে

গ্রামবাংলার মজার হাসির গল্প। উল্টাপাড়ার চা-কাণ্ড সিরিজের পার্ট – ৫ পড়ুন। বিয়ের সম্বন্ধ ভাঙল চা খেয়ে – একেবারে খাঁটি কমেডি।

বিয়ের সম্বন্ধ ভাঙল চা খেয়ে : উল্টাপাড়ার চা-কাণ্ড (পার্ট – ৫)

এক কাপ চা বেশি গরম হলে শুধু জিভ না – সম্পর্কও পুড়ে যায়!

উল্টাপাড়ায় সেদিন বাবলুর দোকান ঝকঝক করছে।
কারণ আজ পাত্রীপক্ষ চা খেতে আসবে

বরপক্ষের লোক আগেই বলে দিয়েছে—
— “চা যেন ঠিকঠাক হয় বাবলু, আজ কিন্তু মান-ইজ্জতের ব্যাপার।”

বাবলু বুক ফুলিয়ে বলল,
— “চিন্তা নেই, আজ আমি রিলস স্টার স্পেশাল চা বানাবো।”

☕ স্পেশাল চায়ের প্রস্তুতি

বাবলু কেটলিতে আদা দিল,
তারপর আরেকটু দিল,
তারপর ভাবল—“আজ দিনটা বড়, আরেকটু দিলে ক্ষতি কী?”

টুনু পাশে দাঁড়িয়ে বলল,
— “দাদা, বেশি হয়ে যাচ্ছে না?”

বাবলু আত্মবিশ্বাস নিয়ে বলল,
— “বিয়ে হচ্ছে, চা না ঝাল হলে চলে?”

👰 পাত্রীপক্ষ হাজির

পাত্রীপক্ষ এল—মুখে হাসি, চোখে বিচার।
চেয়ারম্যানও হাজির, কারণ তিনি নাকি “অভিজ্ঞ”।

চা পরিবেশন করা হল।
প্রথম চুমুকেই পাত্রীপক্ষের কাকা কেঁপে উঠলেন—

— “ও মা! এটা চা না আদার ক্বাথ?”

পাত্রী কাশতে কাশতে বলল,
— “আমার চোখে জল এসে গেল…”

😵 পরিস্থিতি খারাপ

বরপক্ষ ফিসফিস করে বলছে,
— “চা একটু ঝাল লাগছে না?”

ঠিক তখন পাত্রীপক্ষের মাসি গম্ভীরভাবে বললেন—

— “যার চা এত ঝাল, তার সংসার কেমন হবে ভাবুন!”

চেয়ারম্যান গলা খাঁকারি দিয়ে বললেন,
— “আলোচনাটা পরে করা যাক।”

কিন্তু দেরি হয়ে গেছে।

💔 চূড়ান্ত ঘোষণা

পাত্রীপক্ষ উঠে দাঁড়িয়ে বলল—

— “আমরা চললাম।
আমাদের মেয়ের জিভ খুব সেনসিটিভ।”

বরপক্ষ হতভম্ব।
বাবলু ঘামতে শুরু করল।

টুনু ফিসফিস করে বলল,
— “দাদা, চা ভাইরাল হল… কিন্তু সম্বন্ধ না।”

😂 শেষ মোচড়

সবাই চলে যাওয়ার পর বাবলু বোর্ডে নতুন লাইন যোগ করল—

“বিয়ের সম্বন্ধের জন্য হালকা চা আলাদা করে বলুন।”

চেয়ারম্যান দীর্ঘশ্বাস ফেলে বললেন—

— “বাবলু, আজ বুঝলাম—
চা শুধু চা না, ভাগ্যও বদলাতে পারে।”

বাবলু মাথা নেড়ে বলল,
— “ঠিক বলেছেন স্যার… পরের বার আগে জিজ্ঞেস করবো—
চা না সম্পর্ক, কোনটা গরম চান?”

হাসির গল্প

🎯 উল্টাপাড়ার চা-কাণ্ড ☕

👉 সব গুলো পার্ট পড়ুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *