উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৪): AI চা


উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৪): AI চা

গ্রামবাংলার মজার হাসির গল্প। উল্টোপাড়ার চা-কাণ্ড সিরিজের পার্ট – ১৪ পড়ুন। AI চা – একেবারে খাঁটি কমেডি।

AI চা : উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৪)

AI চা খেলে কি মাথা আপডেট হয়?

সকালবেলা উল্টাপাড়ার চা দোকানে ভিড় কম।
বাবলু চা মাস্টার কেটলি চাপিয়ে চা বানাচ্ছে।

টুনু হঠাৎ মোবাইল দেখে চেঁচিয়ে উঠল—
— “দাদা! বড় জিনিস এসে গেছে—AI!”

বাবলু ভয় পেয়ে বলল,
— “কোথায়? চায়ে পড়েছে নাকি?”

🤯 AI নিয়ে মহা গণ্ডগোল

টুনু বলল,
— “AI মানে Artificial Intelligence।”

বাবলু গম্ভীর হয়ে বলল,
— “ও আচ্ছা… মানে আগেই ইন্টেলিজেন্ট!”

ঠিক তখন চেয়ারম্যান এসে বসে বললেন,
— “AI চা খেলে কি মনে মনে হিসাব করা যায়?”

ডাক্তার বললেন,
— “আমি শুনেছি AI ভুল করে না।”

পুলিশ সঙ্গে সঙ্গে বলল,
— “তাহলে থানায় পাঠাও!”

সবাই সিরিয়াস।

😂 AI চা বানানোর ঘোষণা

বাবলু হঠাৎ বলল—
— “আজ AI চা বানাবো!”

সবাই অবাক।

সে খাতায় লিখল—

দুধ – ঠিকমতো
চিনি – মেপে
চা পাতা – বেশি না কম না

তারপর বলল,
— “এইটাই AI—সব হিসাব করা!”

টুনু বলল,
— “দাদা, এইটা তো সাধারণ চা!”

বাবলু বলল,
— “চুপ! নাম বড় হলে দাম বাড়ে!”

☕ AI চা খাওয়ার পর

চা খেয়ে একজন বলল,
— “এই চা খেয়ে গ্যাস হয় না!”

আরেকজন বলল,
— “আমি আগের মতোই বোকা আছি!”

চেয়ারম্যান চুমুক দিয়ে বললেন,
— “AI থাকলে চিনি কম লাগে!”

🤣 শেষ হাসির মোচড়

ঠিক তখন এক লোক জিজ্ঞেস করল,
— “বাবলু, AI চা কি আবার চার্জ দিতে হয়?”

বাবলু হেসে বোর্ডে লিখল—

“AI চা –
খেলে বুদ্ধি বাড়ে না,
কিন্তু আড্ডা বাড়ে।”

টুনু বলল,
— “দাদা, এইটাই গ্রামের ভার্সন!”

উল্টোপাড়ার চা কান্ড

🎯 উল্টোপাড়ার চা-কাণ্ড ☕

👉 সব গুলো পার্ট পড়ুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *