উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৫): রিভিউ যুদ্ধ


উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৫): রিভিউ যুদ্ধ

গ্রামবাংলার মজার হাসির গল্প। উল্টোপাড়ার চা-কাণ্ড সিরিজের পার্ট – ১৫ পড়ুন। রিভিউ যুদ্ধ – একেবারে খাঁটি কমেডি।

রিভিউ যুদ্ধ : উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৫)

এক কাপ চা, পাঁচটা মতামত!

উল্টাপাড়ার সকালটা শুরু হলো অদ্ভুতভাবে।
বাবলু চা মাস্টার দোকান খুলতেই দেখল—
দোকানের সামনে তিনজন মোবাইল নিয়ে দাঁড়িয়ে।

টুনু ফিসফিস করে বলল,
— “দাদা, আজ সবাই চা না, ফোন খাবে।”

⭐ রিভিউয়ের শুরু

একজন বলল,
— “আমি পাঁচ তারা দেবো।”

আরেকজন বলল,
— “আমি তিন তারা, চিনি কম।”

তৃতীয়জন বলল,
— “আমি এক তারা—ওয়াই-ফাই স্লো!”

বাবলু মাথায় হাত।

চেয়ারম্যান এসে বললেন,
— “চা এখন পরীক্ষার খাতা নাকি?”

😵 বিভ্রান্তি

ডাক্তার বললেন,
— “এত স্টার মানে মাথা ঘোরে।”

পুলিশ বলল,
— “স্টার কম হলে কেস হয়?”

ইউটিউবার এসে হাজির,
— “এইটা কনটেন্ট!”

সবাই একসাথে কথা বলছে।

😂 বুদ্ধির মোচড়

বাবলু হঠাৎ ঘোষণা করল—

— “আজ থেকে রিভিউ হবে কাগজে!”

সে খাতায় লিখতে দিল—

নাম
চা ভালো? (হ্যাঁ/খুব ভালো)

লোকজন অবাক।

একজন বলল,
— “স্টার নেই?”

বাবলু বলল,
— “চা আকাশ না, স্টার লাগবে কেন?”

☕ শেষ মোচড়

দিন শেষে খাতায় লেখা—

সবাই লিখেছে: ‘খুব ভালো’

বাবলু বোর্ডে লিখল—

“চা খেয়ে মত দিন।”

টুনু হেসে বলল,
— “দাদা, এই রিভিউতে নেট লাগে না!”

উল্টোপাড়ার চা কান্ড

🎯 উল্টোপাড়ার চা-কাণ্ড ☕

👉 সব গুলো পার্ট পড়ুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *