উল্টাপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১১): চা দোকানে হঠাৎ অনলাইন পেমেন্ট


উল্টাপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১১): চা দোকানে হঠাৎ অনলাইন পেমেন্ট

গ্রামবাংলার মজার হাসির গল্প। উল্টাপাড়ার চা-কাণ্ড সিরিজের পার্ট – ১১ পড়ুন। চা দোকানে হঠাৎ অনলাইন পেমেন্ট – একেবারে খাঁটি কমেডি।

চা দোকানে হঠাৎ অনলাইন পেমেন্ট : উল্টাপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১১)

ক্যাশ নেই? চা নেই? নাকি স্ক্যান করলেই চলবে?

উল্টাপাড়ার চা উৎসব শেষ হয়েছে দু’দিন।
সব আবার আগের মতোই চলছে।

বাবলু চা মাস্টার কেটলি চড়িয়ে বলল,
— “উৎসব গেছে, কাজ শুরু।”

ঠিক তখন টুনু এসে হাঁপাতে হাঁপাতে বলল,
— “দাদা! শহর থেকে নতুন কায়দা এসেছে!”

📱 নতুন ঝামেলার শুরু

এক যুবক এসে চা খেল।
খাওয়া শেষে বলল—

— “কাকা, QR আছে?”

বাবলু চোখ বড় করে বলল,
— “কিউ আর মানে?”

যুবক মোবাইল বের করে বলল,
— “অনলাইন পেমেন্ট।”

পুরো দোকান চুপ।

চেয়ারম্যান বললেন,
— “চা কি এখন নেট দিয়ে যায়?”

😵 গ্রাম বনাম প্রযুক্তি

বাবলু বলল,
— “নগদ দিন।”

যুবক বলল,
— “নগদ নেই।”

ডাক্তার বললেন,
— “ডিজিটাল ভালো।”

পুলিশ বলল,
— “কিন্তু নেট নাই!”

ঠিক তখনই নেট গেল।

😂 সমাধানের চেষ্টা

টুনু বলল,
— “দাদা, ছবি তুলে রাখো, পরে টাকা দিবে!”

বাবলু বলল,
— “এইটা কি উধারের নতুন ভার্সন?”

চেয়ারম্যান সিদ্ধান্ত দিলেন—
— “আজ শুধু ক্যাশ।”

যুবক আফসোস করে বলল,
— “চা খেলাম, টাকা দিতে পারলাম না!”

☕ শেষ মোচড়

বাবলু বোর্ডে নতুন লাইন লিখল—

“নেট থাকলে স্ক্যান,
নেট না থাকলে ক্যাশ।”

লোকজন হেসে বলল,
— “চা যেমন ছিল, তেমনই থাক!”

উল্টাপাড়ার চা-কাণ্ড

🎯 উল্টাপাড়ার চা-কাণ্ড ☕

👉 সব গুলো পার্ট পড়ুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *