উল্টাপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১২): চা দোকানে সরকারি নোটিশ


উল্টাপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১২): চা দোকানে সরকারি নোটিশ

গ্রামবাংলার মজার হাসির গল্প। উল্টাপাড়ার চা-কাণ্ড সিরিজের পার্ট – ১২ পড়ুন। চা দোকানে সরকারি নোটিশ – একেবারে খাঁটি কমেডি।

চা দোকানে সরকারি নোটিশ : উল্টাপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১২)

চা বানাতে লাইসেন্স লাগে নাকি?

উল্টাপাড়ার সকালটা বেশ শান্ত।
বাবলু চা মাস্টার কেটলি বসিয়েছে,
টুনু কাপ ধুচ্ছে।

হঠাৎ দূর থেকে দেখা গেল—
একজন লোক সাইকেলে আসছে, হাতে ফাইল।

📄 নোটিশের ঝামেলা

লোকটা দোকানের সামনে দাঁড়িয়ে বলল,
— “এইটা কি বাবলু চা মাস্টারের দোকান?”

বাবলু মাথা নাড়ল।

লোকটা ফাইল খুলে বলল,
— “সরকারি নোটিশ।”

সবাই থমকে গেল।

চেয়ারম্যান ফিসফিস করে বললেন,
— “চা কি এখন অপরাধ?”

😵 ভুল বোঝাবুঝি

নোটিশে লেখা—
“খাদ্য সুরক্ষা সংক্রান্ত।”

টুনু ভয়ে বলল,
— “দাদা, চিনি মেপে দিতাম তো!”

ডাক্তার বললেন,
— “চা গরম তো থাকে?”

বাবলু ঘামতে লাগল।

😂 আসল কথা বেরোল

লোকটা হেসে বলল,
— “ভয় পাবেন না।
এটা শুধু সচেতনতা।”

সে বোঝাল—
হাত ধোয়া,
পরিষ্কার কাপ,
ঢাকনা দিয়ে চা।

চেয়ারম্যান হাঁফ ছেড়ে বললেন,
— “তাই বলুন!”

☕ শেষ মোচড়

লোকটা চলে যাওয়ার সময় বলল,
— “চা ভালো,
আরও ভালো করলে ভালো হবে।”

বাবলু সঙ্গে সঙ্গে বোর্ডে লিখল—

“আজ থেকে পরিষ্কার চা,
হাত ধুয়ে।”

লোকজন হেসে বলল,
— “চা আগেও ভালো ছিল!”

উল্টাপাড়ার চা-কাণ্ড

🎯 উল্টাপাড়ার চা-কাণ্ড ☕

👉 সব গুলো পার্ট পড়ুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *