গ্রামবাংলার মজার হাসির গল্প। উল্টোপাড়ার চা-কাণ্ড সিরিজের পার্ট – ১৬ পড়ুন। টার্মস ও কন্ডিশনস – একেবারে খাঁটি কমেডি।
☕ টার্মস ও কন্ডিশনস : উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৬)
চা খেতে গেলে শর্ত মানতে হবে নাকি!
সকালবেলা উল্টাপাড়ার চা দোকানে বাবলু চা মাস্টার একটা নতুন বোর্ড টাঙাল।
সবাই তাকিয়ে পড়ছে।
টুনু জোরে জোরে পড়ল—
— “চা খাওয়ার আগে শর্ত প্রযোজ্য!”
চেয়ারম্যান চশমা ঠিক করে বললেন,
— “চা কি মোবাইল অ্যাপ হয়ে গেল?”
📜 শর্ত শুরু
বোর্ডে লেখা—
১) চা ঠান্ডা হলে অভিযোগ নয়
২) চিনি কম–বেশি নিজ দায়িত্ব
৩) আড্ডা ফ্রি, ঝগড়া চার্জেবল
পুলিশ বলল,
— “ঝগড়ার চার্জ কত?”
বাবলু বলল,
— “এক কাপ চা বেশি!”
😂 গণ্ডগোল
এক লোক বলল,
— “আমি পড়িনি, তাও চা খেয়েছি।”
বাবলু বলল,
— “তাহলে তুমি সব শর্ত মেনে নিয়েছ!”
ডাক্তার বললেন,
— “এইটা মানসিক চাপ বাড়ায়।”
চেয়ারম্যান গম্ভীর,
— “চা দোকানে আইন ঢুকে পড়েছে!”
☕ শেষ মোচড়
সবাই চা খেতে খেতে তর্ক করছে।
হঠাৎ টুনু বলল,
— “দাদা, আমি যদি শর্ত না মানি?”
বাবলু হেসে বলল,
— “তাহলে চা না, জল!”
সবাই হেসে উঠল।
বাবলু শেষে বোর্ডের নিচে ছোট করে লিখল—
☕ “চা খেতে কোনো শর্ত নেই—
শুধু চা ভালোবাসা চাই।”

Leave a Reply