উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৮): এক কাপ চা নিয়ে দুই দল


উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৮): এক কাপ চা নিয়ে দুই দল

গ্রামবাংলার মজার হাসির গল্প। উল্টোপাড়ার চা-কাণ্ড সিরিজের পার্ট – ১৮ পড়ুন। এক কাপ চা নিয়ে দুই দল – একেবারে খাঁটি কমেডি।

এক কাপ চা নিয়ে দুই দল : উল্টোপাড়ার চা-কাণ্ড (পার্ট – ১৮)

এক কাপ চা, কিন্তু মত দুই রকম!

উল্টাপাড়ার চা দোকানে সেদিন সকালে বাবলু চা ঢালতেই
একজন হঠাৎ বলল—

— “বাবলু, আমার চায়ে চিনি কম।”

ঠিক তখন আরেকজন বলল—
— “আমারটা আবার বেশি!”

এই নিয়ে শুরু।

☕ চিনি বনাম চিনি না

এক দল বলছে—
— “চিনি কম হলে স্বাস্থ্য ভালো।”

আরেক দল বলছে—
— “চিনি না থাকলে চা, চা হয় নাকি?”

টুনু চুপচাপ বসে বলল,
— “দাদা, আজ তো দুই দল তৈরি হয়ে গেছে।”

চেয়ারম্যান এসে বললেন,
— “গ্রাম ভাগ হয়ে গেল নাকি?”

😂 ঝামেলা বাড়ে

ডাক্তার বললেন,
— “চিনি কম খাওয়া ভালো।”

এক কাকু বলল,
— “আপনি ডাক্তার, আমরা চা-টার!”

পুলিশ বলল,
— “লাইন করে চা নিন।”

একজন চেঁচিয়ে উঠল,
— “আমার আগে!”

🤯 বাবলু বিপদে

একই কেটলিতে কীভাবে
দুই রকম চা হবে?

বাবলু মাথায় হাত।

ঠিক তখন তার মাথায় বুদ্ধি এলো।

🤣 বাবলুর বুদ্ধির চাল

বাবলু চা ঢেলে বলল—

— “এই নাও—চিনি মাঝারি।”

একজন বলল,
— “এইটা কোন দল?”

বাবলু হেসে বলল,
— “এইটা গ্রামের দল!”

সবাই চুপ।

🎯 শেষ মোচড়

সবাই চা খেয়ে বলল—

— “আরে, খারাপ তো না!”

চেয়ারম্যান হেসে বললেন,
— “দেখলে? মাঝামাঝিই শান্তি।”

বাবলু বোর্ডে লিখল—

“চা মাঝারি—
ঝামেলা কম।”

টুনু বলল,
— “দাদা, আজ গ্রাম বাঁচল!”

উল্টোপাড়ার চা-কাণ্ড

🎯 উল্টোপাড়ার চা-কাণ্ড ☕

👉 সব গুলো পার্ট পড়ুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *